জি-২০ (G 20 Summit) সম্মেলনে হাসিমুখে দেখা গেলেও দুই প্রধানমন্ত্রীর মধ্যে সৎভাব খুব একটা লক্ষ্য করা যায় নি। সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। সম্মেলন শেষ হতেই সম্পর্কে চিড় ধরেছে সেটা স্পষ্ট। কানাডায় খালিস্তানপন্থী ও সমর্থকদের কার্যকলাপ এবং ভারতের কূটনৈতিক মিশনের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষোভ প্রকাশ করেন। এই ঘটনার পরেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করল কানাডা। আগামী অক্টোবর মাসে ভারত ও কানাডার বাণিজ্য চুক্তি বাস্তবায়নের কথা ছিল। কিন্ত হঠাৎ সেই চুক্তি স্থগিত রাখার কথা জানাল কানাডা। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য় চুক্তি কবে শুরু হবে, তা ঘিরেও অনিশ্চয়তা তৈরী হল।
আরও পড়ুন-বিরোধী দলনেতার মন্তব্যের ভিত্তিতে বিদেশ মন্ত্রকে অভিযোগ তৃণমূল কংগ্রেসের
এই বাণিজ্য চুক্তি কানাডার ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় পরিকল্পনার অংশ ছিল । এই বিষয়ে কানাডা বলেছিল, “বাণিজ্যিক ও দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও মজবুত করতে ভারত ও কানাডার মিলিত আগ্রহ রয়েছে”। তবে এই মুহূর্তে কানাডায় খালিস্তানি কার্যকলাপ বাড়ছে আর সেই নিয়েই উদ্বেগ দেখিয়েছে ভারত।
আগামী ৯ অক্টোবর থেকে পাঁচদিনের বাণিজ্য় আলোচনা শুরু হওয়ার কথা ছিল। হঠাৎ আজ কানাডার তরফে জানানো হয়, ভারতের সঙ্গে বাণিজ্য়চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে। ঠিক কী কারণে এই চুক্তি আলোচনা স্থগিত সেই সংক্রান্ত বিষয়ে যদিও কানাডার তরফে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন-হকার-আরপিএফ সংঘর্ষে হাওড়া স্টেশনে উত্তেজনা
প্রসঙ্গত, জি ২০ সম্মেলনে নেতারা রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। প্রধানমন্ত্রী মোদি ট্রুডোর হাত ধরার চেষ্টা করেছিলেন কিন্তু ট্রুডো সরে আসেন। তাছাড়া শনিবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর জি-২০ নেতাদের জন্য যে ডিনারের ব্যবস্থা করা হয় সেটি এড়িয়ে যান তিনি। কানাডার পিএমও যদিও কারণটি প্রকাশ্যে আনেন নি।