মেরামতির জন্য সাঁতরাগাছি সেতুতে যান নিয়ন্ত্রণ শুরু

অন্যদিকে কলকাতামুখী পণ্যবাহী গাড়িকে রাত ১০টার পর নিবেদিতা সেতু দিয়ে যেতে হবে। কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে এখন কোনও মালবাহী গাড়ি চলাচল করতে পারবে না

Must read

সংবাদদাতা, হাওড়া : মেরামতির জন্য শুক্রবার রাত ১১টা থেকে যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হল সাঁতরাগাছি সেতুতে। এদিন এই ব্যাপারে হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠী এক সাংবাদিক বৈঠকে জানান, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ব্রিজের ওপর দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ থাকবে। ভোর ৫টা থেকে রাত ১১টা অবধি সেতুর ওপরে একটি লেন দিয়ে শুধুমাত্র যাত্রীবাহী গাড়ি, বাইক, স্কুটার, অ্যাম্বুল্যান্স যাতায়াত করতে পারবে। যে ক’দিন মেরামতির কাজ চলবে তার মধ্যে কোনও পণ্যবাহী গাড়ি সেতু দিয়ে যাতায়াত করতে পারবে না।

আরও পড়ুন-১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ নয় এসএলএসটিতে

মালবাহী গাড়ি রাত ১০টার পর দ্বিতীয় হুগলি সেতুর টোলপ্লাজা পেরিয়ে আন্দুল রোড হয়ে জাতীয় সড়কে গিয়ে উঠবে। অন্যদিকে কলকাতামুখী পণ্যবাহী গাড়িকে রাত ১০টার পর নিবেদিতা সেতু দিয়ে যেতে হবে। কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে এখন কোনও মালবাহী গাড়ি চলাচল করতে পারবে না। এই বিষয়ে ইতিমধ্যেই পরিবহণ দফতরের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। শনিবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। এই অনুযায়ী সমস্ত গাড়ি চলাচল করবে। উল্লেখ্য, সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী লেনে ২১টি এক্সটেনশন জয়েন্ট নষ্ট হয়ে গেছে। সেগুলির সংস্কার ও মেরামতের কাজ শুরু করছে পূর্ত দফতর।

Latest article