সংবাদদাতা, জঙ্গিপুর : উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়কে সুতির আহিরণ ব্রিজের (Bridge)বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সোমবার সকাল থেকে যানচলাচলে বিঘ্ন ঘটছে। ব্রিজের জঙ্গিপুরমুখী এবং ফরাক্কামুখী দুই প্রান্তে প্রায় ১০-১৫ কিলোমিটার লম্বা গাড়ির লাইন পড়ে গিয়েছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে দ্রুত ব্রিজ মেরামতি করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরও পড়ুন-মমতা বন্দ্যোপাধ্যায়ই দেশের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী
সুতি থানার ফিডার ক্যানেলের উপর নির্মিত আহিরণ ব্রিজ উত্তর এবং দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগকারী অন্যতম গুরুত্বপূর্ণ সেতু। মেরামতির কারণে দীর্ঘদিন বহরমপুর থেকে ফরাক্কামুখী একটি লেন বন্ধ। জঙ্গিপুরমুখী যে লেনটি খোলা, সেটি দিয়েই দূরপাল্লার গাড়িগুলো যাতায়াত করছে। জেলা পুলিশের এক আধিকারিক জানান, জাতীয় সড়কের একটি লেন দিয়েই পণ্য ও যাত্রিবাহী গাড়ি যাতায়াত করায় ব্রিজের উপর চালু থাকা লেনটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সোমবার সকালে বাসিন্দারা দেখেন ব্রিজের বেশ কিছুটা অংশের সিমেন্ট ও পাথরের আস্তরণ সরে গিয়ে লোহার জালি বেরিয়ে পড়েছে। এরপরই প্রশাসনের তরফে দ্রুত জাতীয় সড়ক কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। বড়সড় দুর্ঘটনার এড়াতে পুলিশ বেশ কিছুক্ষণ ওই লেন দিয়েও গাড়ি চলাচল বন্ধ রাখে। ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনের পর তার একফালি রাস্তা দিয়ে পরে যাত্রীবাহী গাড়িগুলোকে ছাড়া হলেও পণ্যবাহী গাড়িগুলো আপাতত জাতীয় সড়কে দাঁড়িয়ে।