প্রতিবেদন : জারি হয়েছে তাপপ্রবাহ। এর মধ্যেই কাঠফাটা রোদে দাঁড়িয়ে কর্তব্য পালন করে যাচ্ছেন ট্রাফিক পুলিশরা (Traffic Police)। তাঁদের কষ্টের কথা ভেবেই এবার তাঁদের কাজের সময়সীমা কমানো হল। বুধবার পার্ক সার্কাস সেভেন পয়েন্টে ৫৫৭ জন ট্রাফিক পুলিশ কর্মীদের সামার কিট বিতরণ করলেন নগরপাল মনোজ ভার্মা।
আরও পড়ুন-কাল থেকে বৃষ্টির পূর্বাভাস জেলায়
উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সিপি ডি পি সিং, অ্যাডিশনাল সিপি শুভঙ্কর সিনহা সরকার-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এদিন এই সামার কিটে জলের বোতল, ওআরএস, সানগ্লাস এবং ছাতা দেওয়া হয়েছে। নগরপাল জানান, গরমকালের জন্য তাঁদের ডিউটির সময়সীমা কাটছাঁট করে মাত্র ৬ ঘণ্টা করে দেওয়া হল। রামনবমী উদযাপন নিয়ে সতর্ক পুলিশ-প্রশাসন। ওইদিন পুজো ও পরের দিন মিছিল বেরোনোর সময় যাতে আইনশৃঙ্খলা ঠিক থাকে, সেসব নিয়েই আগাম প্রস্তুতি চলছে। এই বিষয়ে ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়েছে।