সাঁতরাগাছি সেতুর মেরামতি শুরু: ৩১ ডিসেম্বর পর্যন্ত যান নিয়ন্ত্রণ, বিকল্প রুটের ব্যবস্থা

Must read

সংবাদদাতা, হাওড়া : শুক্রবার মাঝরাত থেকেই শুরু হয়ে গিয়েছে সাঁতরাগাছি সেতুর (Santragachi Bridge) মেরামতির কাজ। পূর্ত দফতরের পদস্থ ইঞ্জিনিয়ররা দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করছেন। রয়েছেন জেলা প্রশাসনের কর্তারা। সাঁতরাগাছি সেতুর (Santragachi Bridge) কলকাতামুখী লেনের ২১টি এক্সটেনশেন জয়েণ্ট খারাপ হয়ে গিয়েছে। সেগুলির সংস্কার করা হচ্ছে। কাজ শেষ হতে মোটামুটি দেড় মাস সময় লাগবে বলে অনুমান। সেই কারণে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাঁতরাগাছি সেতু দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রাতে পুরোপুরি বন্ধ থাকবে এই সেতু দিয়ে যান চলাচল। দিনের বেলা একটা লেন দিয়ে যাত্রীবাহী গাড়ি চলাচল করানো চলবে। সব ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। এর পরিবর্তে বিকল্প রুট তৈরি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে প্রশাসনের পক্ষ থেকে ওই বিকল্প রুটের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তবুও প্রথম দিন যাতে যানবাহন চলাচলে কোনওপ্রকার অসুবিধা না হয় সে জন্য কোনা এক্সপ্রেসওয়েতে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়। ফলে শনিবার সেভাবে যানজটের সমস্যা দেখা যায়নি। মানুষজনেরও তেমন ভোগান্তি হয়নি। হাওড়া সিটি পুলিশের কর্তারা জানান, ‘প্রতিদিনই যাতে যানজট না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিকল্প পথ দিয়ে নির্বিঘ্নে মালবাহী গড়ি নির্ধারিত সময়ে চলাচলের ব্যবস্থা হয়েছে।’

আরও পড়ুন-চলন্ত গাড়িতে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল মডেলকে, গ্রেফতার ৪

Latest article