মর্মান্তিক! রাজস্থানে হাইওয়েতে চলন্ত বাসে অগ্নিদগ্ধ হয়ে মৃত ২০, জখম ১৬

ভয়াবহ ঘটনা রাজস্থানে (Rajasthan)! চলন্ত বেসরকারি বাসে আগুন লেগে নিমেষের মধ্যে সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ২০ জন যাত্রীর।

Must read

ভয়াবহ ঘটনা রাজস্থানে (Rajasthan)! চলন্ত বেসরকারি বাসে আগুন লেগে নিমেষের মধ্যে সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ২০ জন যাত্রীর। শেষ পাওয়া খবর অনুযায়ী, এছাড়াও ১৬ জন গুরুতর জখম। জয়সলমের থেকে যোধপুর যাচ্ছিল বাসটি। বাসে ৫৭ জন যাত্রী ছিলেন। আজ দুপুর ৩টে নাগাদ ছাড়ে বাসটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গাড়ির এয়ার কন্ডিশনিং ইউনিট থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। জয়সলমের-যোধপুর হাইওয়ে দিয়ে যাওয়ার সময় বাসের পিছন থেকে ধোঁয়া বেরোতে দেখে বাসটি থামিয়ে দেন চালক। কিন্তু, কিছু বুঝে ওঠার আগেই গোটা বাসেই আগুন লেগে যায়।

আরও পড়ুন-জমি-বাড়ি রেজিস্ট্রেশনে রাজ্যে এবার হেল্পলাইন পরিষেবা শুরু

বাসে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তাঁরাও সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান। সেনাকর্মীরাও সাহায্য করেন। পুলিশের তরফে খবর, গুরুতর জখম ১৬ জনকে যোধপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, বাসেই ১৯ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আর একজনকে যোধপুরে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। বেশিরভাগ যাত্রীর মুখ, হাত এবং পা ঝলসে গিয়েছে। ১২৫ নম্বর জাতীয় সড়কে গ্রিন করিডোর তৈরি করে অ্যাম্বুলেন্সগুলির হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর জয়সলমের যান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। এই ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কে কোনও আনুষ্ঠানিক তথ্য সরকারের তরফে যদিও পাওয়া যায়নি।

 

Latest article