যোগীরাজ্যে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু বর-কনে-সহ ৭ জনের

হারিয়ে গেল ঘরবাঁধার স্বপ্ন। বিয়ের পরে শ্বশুরবাড়ি যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল বর-কনের প্রাণ। সবমিলিয়ে প্রাণ হারালেন ৭ জন।

Must read

প্রতিবেদন: হারিয়ে গেল ঘরবাঁধার স্বপ্ন। বিয়ের পরে শ্বশুরবাড়ি যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল বর-কনের প্রাণ। সবমিলিয়ে প্রাণ হারালেন ৭ জন। ঘন কুয়াশার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশে৷ শনিবার সকালে ধামপুরে দেরাদুন-নৈনিতাল জাতীয় সড়কে দৃশ্যমানতা নেমে গিয়েছিল আশঙ্কাজনক স্তরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোকে ধাক্কা মারে। অটোটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় প্রথমে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসকাধীন অবস্থায় মৃত্যু হয় গাড়ির চালকেরও। গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন-ছত্তিশগড়ে খতম ৫ মাওবাদী

মৃতরা সকলেই তিবরি গ্রামের বাসিন্দা৷ খুরশিদ তাঁর ছেলে বিশালের বিয়ে দিতে ঝাড়খণ্ডে গিয়েছিলেন। বিয়ে সেরে ছেলে, বউমা ও পরিবার নিয়ে গ্রামে ফিরছিলেন তিনি । পথেই সব শেষ ৷ মৃতরা হলেন খুরশিদ (৬৫), তাঁর ছেলে বিশাল (২৫), পুত্রবধূ খুশি (২২), মুমতাজ (৪৫), স্ত্রী রুবি (৩২) এবং মেয়ে বুশরা (১০)। অটোতে করে গ্রামের দিকে যাচ্ছিলেন সবাই।

আরও পড়ুন-গাড়ি চালানোর সময় মনে রাখা উচিত মা-বাবার কথা, দেরাদুনে দুর্ঘটনায় ৬ পড়ুয়ার মৃত্যু

পুলিশ সুপার অভিষেক ঝা জানালেন, ধামপুরের দেরাদুন-নৈনিতাল জাতীয় সড়কের নাগিনা মার্গে ফায়ার স্টেশনের কাছে পেছন থেকে আসা গাড়িটি অটোকে ধাক্কা মারে। সংঘর্ষের পর অটোটি খাদে পড়ে যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে নামেন। পুলিশকে খবর দেয়৷ পুলিশ সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়৷ পথেই পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়। এরপর অটোর চালক আজবেরও মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত গাড়ির আরোহী সোহেল আলভী ও আমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Latest article