মর্মান্তিক! তামিলনাড়ুতে বোমা গিলে মৃত্যু হস্তিশাবকের

বয়স মাত্র দেড় বছর!

Must read

বয়স মাত্র দেড় বছর! তামিলনাড়ুর (TamilNadu) সত্যমঙ্গলম টাইগার রিজার্ভের কাদম্বুর ফরেস্ট রেঞ্জের আওতাধীন পুথিকাডু বনাঞ্চলে হঠাৎ বোমা গিলে ফেলে এক হস্তিশাবক এবং সেটা ফেটে ভয়াবহ মৃত্যু হয় তাঁর। প্রাথমিক তদন্তের ভিত্তিতে বনদফতরের অফিসারদের অনুমান, হাতির পাল তাড়াতে চাষের খেতে বোমা রাখা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বুনো ফল ভেবে সেটা খেয়ে ফেলে হস্তিশাবক। জানা যায়, সত্যমঙ্গলম টাইগার রিজার্ভের আশেপাশে, বন্য শুয়োর প্রায়শই কৃষি জমিতে ঢুকে পড়ে এবং ভুট্টা, রাগি এবং আলুর মতো ফসলের ক্ষতি করে। এই উৎপাত বন্ধ করার জন্য, স্থানীয়রা প্রাণীদের মারতে অবুত্তুক্কাই ব্যবহার করে।

আরও পড়ুন-একাধিক সিলিন্ডার বিস্ফোরণ হায়দরাবাদের জনবহুল এলাকায়

কিছুদিন আগে গুথিয়ালাথুর রিজার্ভ ফরেস্টে টহলে বেরিয়েছিলেন বনদফতরের কর্মীরা। দুর্গন্ধ পেয়ে এগিয়ে যেতেই হঠাৎ হস্তিশাবকটিকে মৃত অবস্থায় তাঁরা পড়ে থাকতে দেখেন। পশু চিকিৎসকদের খবর দেওয়া হয়। জানা গিয়েছে শাবকটির শুঁড়ে ও গলায় প্রচুর রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গিয়েছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, হাতিটি স্থানীয়ভাবে ‘আভুত্তুক্কাই’ নামে পরিচিত একটি দেশীয় বোমা খেয়ে ফেলে যা তার মুখে ফেটে যায় এবং এর ফলেই তাঁর মৃত্যু হয়। চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কাদম্বুর পাহাড়ি অঞ্চলের থন্ডুর গ্রামের বাসিন্দা কালিমুথুকে (৪৩) গ্রেফতার করা হয়। জেরায় তিনি জানান, তিনি এবং অন্য একজন বন্য শুয়োর শিকারের জন্য দেশীয় বোমাটি পুঁতে রেখেছিলেন। বন কর্মকর্তারা, পুলিশের সাথে যৌথ সহযোগিতায় অপর অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছেন যদিও তিনি পলাতক।

Latest article