বয়স মাত্র দেড় বছর! তামিলনাড়ুর (TamilNadu) সত্যমঙ্গলম টাইগার রিজার্ভের কাদম্বুর ফরেস্ট রেঞ্জের আওতাধীন পুথিকাডু বনাঞ্চলে হঠাৎ বোমা গিলে ফেলে এক হস্তিশাবক এবং সেটা ফেটে ভয়াবহ মৃত্যু হয় তাঁর। প্রাথমিক তদন্তের ভিত্তিতে বনদফতরের অফিসারদের অনুমান, হাতির পাল তাড়াতে চাষের খেতে বোমা রাখা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বুনো ফল ভেবে সেটা খেয়ে ফেলে হস্তিশাবক। জানা যায়, সত্যমঙ্গলম টাইগার রিজার্ভের আশেপাশে, বন্য শুয়োর প্রায়শই কৃষি জমিতে ঢুকে পড়ে এবং ভুট্টা, রাগি এবং আলুর মতো ফসলের ক্ষতি করে। এই উৎপাত বন্ধ করার জন্য, স্থানীয়রা প্রাণীদের মারতে অবুত্তুক্কাই ব্যবহার করে।
আরও পড়ুন-একাধিক সিলিন্ডার বিস্ফোরণ হায়দরাবাদের জনবহুল এলাকায়
কিছুদিন আগে গুথিয়ালাথুর রিজার্ভ ফরেস্টে টহলে বেরিয়েছিলেন বনদফতরের কর্মীরা। দুর্গন্ধ পেয়ে এগিয়ে যেতেই হঠাৎ হস্তিশাবকটিকে মৃত অবস্থায় তাঁরা পড়ে থাকতে দেখেন। পশু চিকিৎসকদের খবর দেওয়া হয়। জানা গিয়েছে শাবকটির শুঁড়ে ও গলায় প্রচুর রক্তক্ষরণের চিহ্ন পাওয়া গিয়েছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। চিকিৎসকরা জানিয়েছেন, হাতিটি স্থানীয়ভাবে ‘আভুত্তুক্কাই’ নামে পরিচিত একটি দেশীয় বোমা খেয়ে ফেলে যা তার মুখে ফেটে যায় এবং এর ফলেই তাঁর মৃত্যু হয়। চারপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কাদম্বুর পাহাড়ি অঞ্চলের থন্ডুর গ্রামের বাসিন্দা কালিমুথুকে (৪৩) গ্রেফতার করা হয়। জেরায় তিনি জানান, তিনি এবং অন্য একজন বন্য শুয়োর শিকারের জন্য দেশীয় বোমাটি পুঁতে রেখেছিলেন। বন কর্মকর্তারা, পুলিশের সাথে যৌথ সহযোগিতায় অপর অভিযুক্তকে ধরতে অভিযান শুরু করেছেন যদিও তিনি পলাতক।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…