মোবাইলের পর এবার বাড়ছে খরচ বাড়ছে টিভিরও! কী করবে আমজনতা

Must read

একধাক্কায় মোবাইলে রিচার্জের খরচ বাড়ায় সাধারণ খেটে খাওয়া মানুষের চিন্তায় মাথায় হাত। বাজারে সব্জি-সহ বহু জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। মানুষ খাবে কী! মোদির নতুন সরকার গঠনের পরই সব জিনিসপত্রের অগ্নিমূল্য। এবার সাধারণ মানুষের টিভি দেখার খরচও বাড়তে চলেছে। একদিকে চ্যানেল কর্তৃপক্ষ দাম বাড়ানোর পথে হাঁটছে। আর অন্যদিকে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রা‌ই (TRAI) এক অন্য নিয়ম সামনে এনেছে। তাতে আরও বাড়তি খরচের কোপে পড়তে হবে কেবল টিভি এবং ডিটিএইচ দর্শকদের।

চ্যানেল কর্তৃপক্ষ নতুন দাম হাঁকলে তার প্রভাব পড়বে প্যাকেজে। মাল্টি সিস্টেম অপারেটর সংস্থাগুলি বলছে, ইতিমধ্যেই বাড়তি দাম হাঁকা শুরু হয়েছে। তাই প্যাকেজের খরচ সার্বিকভাবে ১০ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পাশাপাশি ‘নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি’র ঊর্ধ্বসীমাও তুলে দিয়েছে ট্রাই (TRAI)। তাই মনে করা হচ্ছে, এর জন্যও অতিরিক্ত খরচ মেটাতে হবে সেই দর্শককেই!

আরও পড়ুন-তেলাপিয়া মাছে ক্ষতি নেই, ভুল ধারণা ভাঙলেন এবার মুখ্যমন্ত্রী

দর্শকদের জন্য‘ডিডি-ফ্রি ডিশ’ পরিষেবা এনেছিল প্রসার ভারতী। শুধুমাত্র একটি ডিশ অ্যান্টেনা ও সেট টপ বক্স লাগিয়ে একশোটি চ্যানেল দেখতে পারেন সব ধরনের মানুষ। ট্রাই সুপারিশ করেছে, এই বক্সগুলিকে ‘অ্যাড্রেসেবল সিস্টেম’-এ নিয়ে আসার। অর্থাৎ, কোথায় কত বক্স চালু আছে, তার যাবতীয় তথ্য রাখা হবে। উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমান বক্সগুলিতে সেই প্রযুক্তিই নেই। ফলে কেন্দ্র নয়া নিয়ম চালু করলেই নতুন করে সেট টপ বক্স কিনতে হবে দেশের প্রায় সাড়ে চার কোটি গ্রাহককে।

Latest article