ঝাড়খণ্ডে দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২ লোকো পাইলট, আহত একাধিক

Must read

মঙ্গলবার ভোর সাড়ে ৩টে নাগাদ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের ভোগনাদি এলাকায় একই লাইনে দুটি মালগাড়ি চলে আসায় মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই লোকো পাইলটের। ওড়িশার পর ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনায় (jharkhand) ফের প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় রেলে দুর্ঘটনায় সিরিজ অব্যাহত। দুই মালগাড়ির সংঘর্ষে চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন- নতুন অর্থবর্ষের শুরুতেই হু হু করে পড়ছে সেনসেক্স! নামছে নিফটিও

প্রতিমাসে একাধিক রেল দুর্ঘটনা যেন ভারতীয় রেলের অপদার্থতাকে বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ঝাড়খণ্ডের দুই মালগাড়ির সংঘর্ষের পর প্রশ্ন উঠছে এক লাইনে দুটো ট্রেন (jharkhand) আসে কেমন করে? জানা গিয়েছে, এনটিপিসির একটি মালগাড়ি কয়লা বোঝাই করে ফারাক্কা থেকে লালমাটিয়ার দিকে যাওয়ার সময় বারহাইতে সিগন্যালের জন্য অপেক্ষা করছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা অন্য একটি মালগাড়ি সজোরে ধাক্কা মারে ওই ট্রেনে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দুটি ট্রেনই লাইনচ্যুত হয়ে যায় এবং আগুন ধরে যায়। দ্রুত ভদ্রাস্থলে পৌঁছে আগুন নেভান দমকল কর্মীরা। দুমড়ে মুচড়ে যাওয়া ইঞ্জিন থেকে একজন লোকো পাইলটের দেহ উদ্ধার করা হলেও দ্বিতীয় মৃতদেহ এখনো বের করা সম্ভব হয়নি। আহতরা সকলে রেল কর্মী এবং সিআরপিএফ জওয়ান বলে জানা গিয়েছে, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জেরে রেল ট্র্যাকেরও যথেষ্ট ক্ষতি হয়েছে। কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন।

Latest article