দক্ষিণ-পূর্ব জার্মানির বাভারিয়ায় যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের (Train Accident in Germany)। জখম হয়েছেন ৩০ জন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাভারিয়া পুলিশ জানিয়েছে, গারমিশ-পারটেনকিরশেন জেলার একটি পার্বত্য এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। ওই ট্রেনে ৬০ জন যাত্রী ছিলেন। যাদের বেশিরভাগই স্কুলপড়ুয়া। কী কারণে ট্রেনটি (Train Accident in Germany) লাইনচ্যুত হয়েছে তা এখনও জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, ট্রেনটির বেশ কয়েকটি বগি লাইন থেকে পড়ে গিয়েছে। আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন।