লাইনচ্যুত ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল! ১০ ঘণ্টার ওপর বন্ধ ট্রেন-চলাচল, দুর্ভোগে যাত্রীরা

Must read

শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল। ১০ ঘণ্টা ধরে বন্ধ হাওড়া-বর্ধমান কর্ড, মেইনের ডাউন লাইনে ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। বুধবার রাতে শক্তিগড় স্টেশনের ঠিক আগে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, লোকাল ও মালগাড়ি ডাইভারশনের সময় একই লাইনে চলে আসে। সংঘর্ষের অভিঘাতে লোকাল ট্রেনের চালকের কামরা এবং মালগাড়ির চাকা ভেঙে ২টি বগি লাইনচ্যুত হয়। অল্পের জন্য রক্ষা পান লোকাল ট্রেনের যাত্রীরা। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা, লাইন মেরামতির কাজ চলছে। সিগনাল সমস্যার জেরে দুর্ঘটনা কি না, খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- গদ্দার নেতাকে একহাত বিধায়কের

বুধবার রাত ৯টা ১৬ মিনিটে শক্তিগড় স্টেশন ঢোকার মুখে বর্ধমান-ব্যান্ডেল লোকালের সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। সিগন্যাল না মেনে চালক গাড়ি চালিয়ে দেওয়াতেই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর থেকেই বর্ধমান-হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবারও তা অব্যাহত ছিল। সকাল থেকেই হাওড়া-বর্ধমান লাইনে বর্ধমান অবধি ট্রেন চলাচল বন্ধ। বাতিল করে দেওয়া হয় একাধিক দূরপাল্লার ট্রেন। এর মধ্যে রয়েছে ডাউন ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস, আপ ও ডাউন মালদা-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, আপ ও ডাউন শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-সিউড়ি মেমু এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, কর্ড লাইনে মশাগ্রাম ও মেন লাইনে মেমারি অবধি ট্রেন চালানো হয়েছে।

Latest article