সংবাদদাতা, বারাসত : কোনও সাবওয়ে নেই। পরিবর্তে রেললাইন লাগোয়া বিস্তীর্ণ এলাকা রেলিং দিয়ে আটকে দেওয়া হয়েছে। তারই জেরে ১৬টি গ্রামের মানুষ রেললাইন পারাপারের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছেন। রেলকে বারবার বলা সত্ত্বেও কোনও প্রতিকার মেলেনি। এরই প্রতিবাদে মঙ্গলবার দত্তপুকুরে অবরোধ করেন এলাকার মানুষ। দীর্ঘক্ষণ এই অবরোধের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল। আপ ও ডাইন লাইনে বন্ধ থাকে ট্রেন। অবরোধকারীদের দাবি, কোনও বিকল্প ব্যবস্থা না করেই তাঁদের শতাধিক বছরের যাতায়াতের একমাত্র পথ আটকে দিয়েছে রেল।
আরও পড়ুন-এভারেস্ট বেসক্যাম্পে অভিযান না করেই ফেরত
এর ফলে স্কুলের ছাত্রছাত্রী, রেলের নিত্যযাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। সেই কারণেই তাঁরা অনিচ্ছা সত্ত্বেও ট্রেন অবরোধ করেন। তাঁদের দাবি জানাতে বাধ্য হয়েছেন। এই অবরোধের ফলে বনগাঁ-শিয়ালদহ শাখার আপ-ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দীর্ঘক্ষণ। ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। অবরোধকারী স্থানীয়দের দাবি, যে পয়েন্টে রেল রেলিং দিয়ে আটকে দিচ্ছে, সেই রাস্তা দিয়ে এলাকার মানুষেরা দত্তপুকুর স্টেশন তৈরির পর থেকেই যাতায়াত করতেন। কয়েকশো বছর ধরে রাস্তাটা আছে। যাত্রীরা যাতায়াত করেন। দেড় কিলোমিটারের মধ্যে এই রাস্তার বিকল্প কোনও রাস্তা নেই। তাঁদের দাবি, হয় অন্তত দুটো পিলার ফাঁকা রাখতে হবে, না হলে এখানে সাবওয়ে বানাতে হবে। তা না হলে তাঁদের আন্দোলন চলবে। ঘণ্টাদুয়েকের বেশি অবরোধ চলার পর তোলা হয়।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…