লাইনচ্যুত, মৃত ২১

Must read

বুধবার সকালে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে ইরানে (Iran)। আহতের সংখ্যা ৬০ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকারীদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়বে। বুধবার সকালে দক্ষিণ-পূর্ব ইরানের (Iran) মরুশহর তাবাস এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। কী কারণে এই দুর্ঘটনা তা এখনও জানা যায়নি। ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়েছে। ইরানের রেল দফতর জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২০১৬ সালে সেদেশে এক ভয়াবহ রেল দুর্ঘটনায় শতাধিক যাত্রী প্রাণ হারিয়েছিলেন। গোটা বিশ্বের মধ্যে ইরানে প্রতিবছর পথ দুর্ঘটনায় বেশ কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।

আরও পড়ুন: আগামী বছরই বন্ধ হচ্ছে দিল্লিতে কয়লার ব্যবহার

Latest article