আগামী ২৬ ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া কিন্তু আদৌ কি নিশ্চিত হবে যাত্রী সুরক্ষা, এই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। বর্ধিত অঙ্কের হিসাবে নতুন ভাড়া কত হবে সেই কাঠামো প্রকাশ করল ভারতীয় রেল (Indian Railways)। বিজ্ঞপ্তিতে দেওয়া আছে লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হয়নি। তবে দামি হতে চলেছে দূরপাল্লার ট্রেনের টিকিট। ২১৫ কিলোমিটারের মধ্যে যাঁরা জেনারেল কামরা (অর্ডিনারি ক্লাস)-এ ভ্রমণ করবে তাদের জন্য ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না।
আরও পড়ুন-আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন
ভারতীয় রেল সূত্রে খবর, ২১৫ কিলোমিটারের পর থেকে জেনারেল কামরা (অর্ডিনারি ক্লাস)-এ যেতে প্রতি কিলোমিটারে এক পয়সা করে ভাড়া বাড়বে। মেল ও এক্সপ্রেস ট্রেনে নন-এসি ও এসি ক্লাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ২ পয়সা করে। নন এসি কোচে ৫০০ কিলোমিটার যেতে ১০ টাকা বেশি ভাড়া দিতে হবে। যদিও শহরতলির ট্রেন এবং মান্থলি টিকিটের দাম বাড়ানো হচ্ছে না।
আরও পড়ুন-ছুটির দিনে ব্যাহত মেট্রো, হয়রান মেট্রো যাত্রীরা
সূত্রের খবর, এই ভাড়া বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে রেলের তরফে জানানো হয়েছে, এই ভাড়া বৃদ্ধিতে অতিরিক্ত ৬০০ কোটি টাকা আয় হবে রেলের। গত এক দশকে রেলের নেটওয়ার্ক সম্প্রসারণের কথাও উল্লেখ করা হয়েছে। ট্রেনের পরিষেবা ছাড়াও বেড়েছে কর্মীক্ষমতা। বর্তমানে রেলের কর্মীদের জন্য ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা ব্যয় করা হয়। পেনশন বাবদ খরচ বেড়ে হয়েছে ৬০ হাজার কোটি। রেলের মতে যাত্রীসুরক্ষায় রেলের এই পদক্ষেপ কিন্তু এর মধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে আগের বার ভাড়া বাড়ানোর সময়েও একই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে একেবারেই অন্য চিত্র ধরা পড়েছে। একের পর এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছে রেল। এবার ব্যতিক্রমী কিছু হবে কিনা এই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…