দেবী যাচ্ছেন কৈলাসে, থমকে যায় ট্রেন

দেবী পাড়ি দেন কৈলাসে, আর তখনই থমকে যায় ট্রেন। কাঁধে চেপে রেললাইন পার করেন জগদ্ধাত্রী। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার নাম দেশজোড়া

Must read

সংবাদদাতা, চন্দননগর : দেবী পাড়ি দেন কৈলাসে, আর তখনই থমকে যায় ট্রেন। কাঁধে চেপে রেললাইন পার করেন জগদ্ধাত্রী। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার নাম দেশজোড়া। প্রতিবারই বিসর্জনে থাকে অভিনবত্ব। তবে সব প্রতিমা শোভাযাত্রায় অংশ নেয় না। যারা অংশ নেয় না তাদের বিসর্জন শুরু হয় সকাল থেকেই। চন্দননগর রেল স্টেশনের পশ্চিম দিকে বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজো হয়। রেল স্টেশনের পূর্বদিকে গঙ্গা হওয়ায় পশ্চিমদিকের ওই প্রতিমাগুলিকে বিসর্জন দিতে সমস্যায় পড়তে হয়। কারণ প্রতিমার আকৃতি বিরাট হওয়ায় চন্দননগর স্টেশনের সাবওয়ে দিয়ে তা নিয়ে যাওয়া যায় না।

আরও পড়ুন-গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ঋণ প্রদানে গতি আনার লক্ষ্যে রাজ্যে

চন্দননগরের সুভাষপল্লি উত্তরপাড়ার পুজোর প্রতিমা অন্যবারের মতো এবারেও রেললাইন পার করে নিয়ে যাওয়া হল। শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ওই বারোয়ারি পুজো কমিটির সদস্যরা বাঁশের খাঁচায় দড়ি বেঁধে প্রতিমা কাঁধে তুলে রেললাইন ধরে বেশ খানিকটা হেঁটে নিয়ে যান। এর পর রেললাইন পেরিয়ে পূর্ব পাড়ে নিয়ে গিয়ে তোলা হয় লরিতে। এই সময়ের জন্য হাওড়া-বর্ধমান মেন শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ওভারহেডের তারের পাওয়ার অফ করা হয় ওই সময়ের জন্য। রেললাইন পার করে জগদ্ধাত্রী প্রতিমা নিয়ে যাওয়া দেখতে ভিড় জমে যায় চন্দননগর স্টেশনে।
শেওড়াফুলি জিআরপি থানার ওসিকে প্রদ্যুৎ ঘোষকে দেখা যায় হ্যান্ড মাইক নিয়ে উৎসাহী লোকজনদের সাবধান করতে। রেললাইন থেকে দূরে থাকতে বলেন। দুর্ঘটনা এড়াতে দড়ি দিয়ে ঘিরে রাখা হয়।

Latest article