ট্রেন যেন খেলনাগাড়ি

৩৫ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন ত্রাণ শিবিরে। অসম ও অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকাই জলমগ্ন। বন্যা ও ভূমিধসে দুই রাজ্যে মৃত ১২।

Must read

ভয়াবহ বন্যায় ভাসছে অসম। জনজীবন বিপর্যস্ত। তারই মধ্যে প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। প্রবল জলের তোড় একটি ট্রেনকে নিয়ে টিনের খেলনার মতো ছিনিমিনি খেলছে। যে চলচ্ছবি হাড়হিম করে দিচ্ছে। বুঝিয়ে দিচ্ছে, প্রকৃতির রোষের মুখে কতটা অসহায় মানুষ। হাফলং স্টেশনের ওই ভিডিও ভাইরাল। নিমেষের মধ্যে হড়পা বানে লন্ডভন্ড স্টেশন।

আরও পড়ুন-এক দশকের রেকর্ড ভাঙল মুদ্রাস্ফীতি, খাদ্যদ্রব্যের দাম বেড়েছে ২০ শতাংশ

দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের অগুনতি বগি উল্টে গেল ঘোলা জলের দাপটে। অসমের কুড়িটি জেলা বন্যার গ্রাসে। ক্ষতিগ্রস্ত প্রায় আড়াই লক্ষ মানুষ। ৩৫ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন ত্রাণ শিবিরে। অসম ও অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকাই জলমগ্ন। বন্যা ও ভূমিধসে দুই রাজ্যে মৃত ১২।

Latest article