৪ নভেম্বর থেকে কলকাতা পুলিশের নেতৃত্বে শুরু হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ শিবির

তাই তাদের ট্রাফিক–সহ নিরাপত্তার কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে। তাঁদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হল প্রশাসনের তরফে।

Must read

সিভিক ভলেন্টিয়ারদের (Civic Volunteer) নিয়ে রাজ্য সরকার আগেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু আর জি কর ঘটনার পর সুপ্রিম কোর্টেও সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এই পরিস্থিতিতে এবার সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যপালের প্রশ্নের উত্তরও দেওয়া হল এই সিদ্ধান্তের মাধ্যমে। সামনেই কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা। কলকাতা থেকে জেলার নিরাপত্তা এবং ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা এই সময় ব্যস্ত থাকবেন। তাই সব মিটলে আগামী ৪ নভেম্বর সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী হাসপাতাল এবং স্কুলের মতো সংবেদনশীল জায়গায় সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা চলবে না। তাই তাদের ট্রাফিক–সহ নিরাপত্তার কাজে লাগানো হবে বলে জানানো হয়েছে। তাঁদের প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হল প্রশাসনের তরফে।

আরও পড়ুন-দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৩

৪ নভেম্বর থেকে শুরু হবে সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ শিবির। প্রথম ধাপে ১৬০ জন সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ দেওয়া হবে। ২৮ অক্টোবর তারিখের মধ্যে লালবাজারে এই প্রথম ধাপের প্রশিক্ষণপ্রাপ্তদের নামের তালিকা জমা করতে হবে। এভাবেই সকলেরই প্রশিক্ষণ হয়ে যাবে। লালবাজার সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এবার থেকে কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের দেওয়া হবে একুশ দিনের নন–রেসিডেনসিয়াল প্রশিক্ষণ। লালবাজারের শীর্ষকর্তাদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে বলা হয়েছে সঠিক প্রশিক্ষণ দিলে তারা আরও অনেক কাজ করতে পারবেন যা এখন তাদের সীমার বাইরে।

Latest article