বাজেটের আগে বিধায়কদের প্রশিক্ষণ

তার আগে বিধায়কদের বিধানসভার রীতিনীতি সম্পর্কে ওয়াকিবহাল করে তুলতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করছে পরিষদীয় দফতর।

Must read

প্রতিবেদন : আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ৮ ফেব্রুয়ারি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অভিভাষণের মধ্য দিয়েই বাজেট অধিবেশনের সূচনা হবে। তার আগে বিধায়কদের বিধানসভার রীতিনীতি সম্পর্কে ওয়াকিবহাল করে তুলতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করছে পরিষদীয় দফতর।

আরও পড়ুন-নওশাদের ফোনে মিলল হাওলা তথ্য

রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-সহ বিধানসভার প্রবীণ সদস্যরা হাতে-কলমে নতুনদের পরিষদীয় আচার আচরণের নানা খুঁটিনাটি শেখাবেন বলে জানা গিয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি বিধানসভা ভবনে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যপাল ভাষণ দেওয়ার সময় যাতে কোনওরকম আপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয় সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত কয়েক বছর ধরে বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনই তৈরি হয় হই-হট্টগোলের ঘটনা। অশান্তির জেরে পুরো ভাষণই পড়তে পারেনি রাজ্যপাল। এমন ঘটনার সাক্ষী থেকেছেন রাজ্যবাসী। আর সে কারণেই এবার অধিবেশনের আগে নয়া সিদ্ধান্ত অধ্যক্ষের। কীভাবে কথা বলতে হয়, কোন কথা বলা উচিত এবং কোন কথা বলা উচিত নয়, বিধানসভায় কীরূপ আচরণ করা উচিত সেই সমস্ত বিষয়ে পাঠ দেওয়া হবে বিধায়কদের।

Latest article