বছরের শুরুতেই বাতিল ট্রেন, ক্ষোভ

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : বছরের শুরুতেই বাতিল ট্রেন (Train)। ক্ষুব্ধ যাত্রীরা। ১ থেকে ৪ জানুয়ারি শিলিগুড়ি জংশন-রাধিকাপুর-শিলিগুড়ি জংশন ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করার ঘোষণা করেছে রেল। এই সিদ্ধান্তে সবথেকে বেশি সমস্যায় পড়বেন পরীক্ষার্থীরা। ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি শিলিগুড়িতে নার্সিং ট্রেনিংয়ের প্রবেশিকা পরীক্ষা রয়েছে। উত্তর দিনাজপুর এবং সংলগ্ন এলাকার প্রচুর ছাত্রছাত্রী এই ইন্টারসিটি এক্সপ্রেসের ওপর নির্ভর করে শিলিগুড়ি যাতায়াত করেন। বছরের প্রথম দিনেই ট্রেন (Train) বাতিল হওয়ায় সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে বড়সড় উদ্বেগে পড়েছেন তাঁরা। ইন্টারসিটি এক্সপ্রেসটি বাতিল হওয়ায় বাসের ওপর চাপ বাড়বে এবং যাতায়াতের খরচও কিছুটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এই ঘোষণায় ক্ষোভের সৃষ্টি হয়েছে নিত্যযাত্রীদের মধ্যে। বিশেষ করে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে কোনও বিশেষ ব্যবস্থা করা যায় কি না, সেই দাবিও তুলছেন অনেকে।

আরও পড়ুন- স্বাধীনোত্তর ভারতে অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, দিল্লি যাওয়ার আগে তোপ দাগলেন অভিষেক

Latest article