প্রতিবেদন : ফের সপ্তাহান্তে শিয়ালদহ ডিভিশনে বাতিল একগুচ্ছ ট্রেন। প্রত্যেক উইকএন্ডে যাত্রী পরিষেবা উচ্ছন্নে পাঠিয়ে শিয়ালদহ কিংবা হাওড়া থেকে ট্রেন বাতিলের লিস্ট ঝোলানো এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার! চলতি সপ্তাহান্তেও লাইন সংস্কারের অজুহাত দিয়ে শিয়ালদহ ডিভিশন থেকে বনগাঁ লাইনের একাধিক ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শনি ও রবিবার ওভারহেডের তারের কাজের জন্য বনগাঁ রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার সকাল ৬টা ১০মিনিট পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ১০টির বেশি ট্রেন বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। একাধিক ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
আরও পড়ুন-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে লন্ডনের পথে মুখ্যমন্ত্রী
শনিবার সকালেই প্রায় সাত ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়ামাত্রই রেলের উপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। যেভাবে দিনে পর দিন ধরে রেলের যাত্রী পরিষেবা গোল্লায় যাচ্ছে, তাতে সেই ক্ষোভ খুবই সাধারণ। যাত্রীদের অসন্তোষ, প্রতিমাসে কাজের দোহাই দিয়ে একাধিক ট্রেন বাতিল করা হয়। অথচ কাজের কাজ কিছুই হয় না। কারণ কর্মব্যস্ত সপ্তাহ শুরু হলেই বোঝা যায় কখনও সিগন্যালে ট্রেন আটকে যাচ্ছে, কখনও আবার সময় মতো প্ল্যাটফর্মে গাড়ি ঢুকছে না।