বিধাননগর (Bidhannagar) রোড স্টেশনে চার জোড়া এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করা হল বলে রেল সূত্রে খবর। এই ট্রেনগুলি আর বিধাননগরে দাঁড়াবে না। বলা হচ্ছে যাত্রী সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের জন্যই গৌড় এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস ও গঙ্গাসাগর এক্সপ্রেস আর থামবে না বিধাননগরে। আগামী সপ্তাহ থেকে এই পরিবর্তন আসতে চলেছে। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের তরফে এই বিষয়ে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা বাড়ানো, ভাল করে ট্রেন চলাচল ও প্ল্যাটফর্মের জায়গার সীমাবদ্ধতা দূর করতে বিধাননগর রোড স্টেশনে চার জোড়া এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন-বাংলার শ্রমিকের ফাঁস লাগানো দেহ ওড়িশায়
প্রসঙ্গত, বহু বছর ধরেই বিধাননগর স্টেশনের প্ল্যাটফর্মে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় বলে অতিরিক্ত ভিড় হয় ও যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয়। যাত্রীদের ট্রেন ধরতে যেন অসুবিধা না হয়, সে কথা মাথায় রেখেই চার জোড়া ট্রেনের স্টপেজ প্রত্যাহার করা হচ্ছে। আগামী সোমবার থেকে 13154 মালদা টাউন-শিয়ালদহ গৌড়এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13150 আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13186 জয়নগর-শিয়ালদহ গঙ্গাসাগর এক্সপ্রেস (২৬.১০.২০২৫ থেকে), 13153 শিয়ালদহ-মালদা টাউন গৌড় এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে), 13147 শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে), 13149 শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে),13185 শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস (২৭.১০.২০২৫ থেকে) আর বিধাননগরে দাঁড়াবে না বলেই খবর।

