নোনাপুকুরে ট্রামে আগুন

Must read

প্রতিবেদন: দাউ-দাউ করে জ্বলছে চলন্ত ট্রাম। প্রাণ বাঁচাতে ওই ট্রাম থেকে হুড়মুড়িয়ে নামার চেষ্টা করছেন যাত্রীরা। শুক্রবার সকালে নোনাপুকুর ট্রামডিপোর কাছে এজেসি বোস রোডের ঘটনা। আগুন নেভাতে ছুটে আসেন স্থানীয় এবং পথচারীরা। চালক দ্রুত ট্রামটি থামিয়ে দেন। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ, দমকল এবং পুরকর্মীদের তৎপরতায় যাত্রীদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। শীততাপ নিয়ন্ত্রিত এক কামরার ট্রামটি গড়িয়াহাট থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল। এজেসি রোড থেকে বাঁদিকে ধর্মতলার রাস্তা ধরতেই আচমকা আগুন লেগে যায়।

আরও পড়ুন – অ্যাপক্যাবে যথেচ্ছ ভাড়া, প্রত্যাখ্যান চলবে না, যাত্রী-সুরক্ষায় কড়া ব্যবস্থা রাজ্যের

যাত্রীরা জানিয়েছেন, ট্রামের মধ্যে একটি বিকট শব্দ পান তাঁরা। তারপরই তাঁরা দেখেন ট্রামটির পিছন দিকে দাউ দাউ করে (Fire in tram) জ্বলছে। এরপরই ট্রাম থেকে কোনওক্রমে নেমে পড়ার চেষ্টা করেন যাত্রীরা। চলন্ত ট্রাম থেকে নামতে গিয়ে অনেকে পড়ে যান। সামান্য চোটও লাগে। আগাুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুরসভার জলের গাড়ি ছিলই নোনাপুকুর ডিপোর কাছে। তড়িঘড়ি জল দিয়ে আগুন (Fire in tram) নেভানোর কাজ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলও। ট্রামের চালক এবং যাত্রীদের উদ্ধার করা হয়। কীভাবে ট্রামটিতে আগুন লাগল তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Latest article