১০ আমলাকে বদলি, জ্বালা মেটালেন দিশাহারা যোগী, ভোটে চূড়ান্ত বিপর্যয়

দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে রীতিমতো বিপাকে পড়ে যোগী মানতে বাধ্য হলেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই দলের এমন হতশ্রী ফলাফল।

Must read

প্রতিবেদন: লোকসভা নির্বাচনে নিজের চূড়ান্ত ব্যর্থতা চাপা আইএএস অফিসারদের বলির পাঁঠা করলেন দিশাহারা যোগী। অযোধ্যার জেলাশাসক-সহ ১০ জন আইএএস অফিসারকে বদলি (transfer) করে দিলেন তিনি। প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার বিজেপিকে জেতাতে না পারার ‍‘অপরাধে’ স্পষ্টতই অলিখিত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হল এই আমলাদের বিরুদ্ধে। গায়ের জ্বালা মেটাল বিজেপি নেতৃত্ব। সদ্যসমাপ্ত লোকসভা ভোটে যোগীরাজ্যে চরম বিপর্যয় হয়েছে বিজেপির। আর সেই হারের দায় এবার দলের নেতা-কর্মীদের উপর চাপালেন যোগী আদিত্যনাথ। তারপরে কোপ মারলেন আমলাদের উপরে। দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে রীতিমতো বিপাকে পড়ে যোগী মানতে বাধ্য হলেন, অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই দলের এমন হতশ্রী ফলাফল। আর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল দেশের রাজনীতি। বিরোধীদের মতে, উপর মহলের কাছে কড়া বার্তা পেয়েই ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের নেতা- কর্মীদের সাবধান করলেন যোগী। ইন্ডিয়া জোটের কারণেই বিরোধী ভোট যে ভাগ হয়নি তা স্বীকার করেছেন আদিত্যনাথ।

আরও পড়ুন-শুরু অনলাইন রেজিস্ট্রেশন

তবে নির্বাচনে হারের কোপ পড়েছে সরকারি আধিকারিকদের উপর। ইতিমধ্যে ফল মনপসন্দ না হওয়ায় ১০ জন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে। তার মধ্যে রয়েছেন অযোধ্যার জেলাশাসকও। উত্তরপ্রদেশে ব্যাপক ফলাফলের আশায় বুক বেঁধেছিল বিজেপি। ৪০০ পারের স্লোগান তুলে প্রচারে ঝড় তুলেছিল যোগী সরকার। কিন্তু তারপরেও উত্তরপ্রদেশে মুখ পুড়েছে বিজেপির। মোট ৮০ আসনের মধ্যে জয় এসেছে মাত্র ৩৩টি আসনে। স্বাভাবিকভাবেই দিশাহারা যোগী এবং তাঁর দল।

Latest article