প্রতিবেদন : ‘সারপ্লাস ট্রান্সফার’ (Surplus Transfer) নির্দেশ প্রত্যাহার করল শিক্ষা দফতর। এখন স্থগিত থাকছে শিক্ষক বদলির প্রক্রিয়া। ২০২৩ সালে এই বদলির নিয়ম চালু হয়। মূলত ছাত্র-শিক্ষকের সংখ্যার অনুপাত ঠিক রাখার জন্যই এই প্রক্রিয়া চালু করা হয়। তবে এবার শিক্ষা দফতর জানিয়েছে, এই প্রক্রিয়া যে শুধুমাত্র বাতিল হবে তাই নয়, বরং যাঁদের বদলি করা হয়েছিল তাঁদের আবার পুরনো কর্মস্থলে ফিরিয়ে আনা হবে। প্রসঙ্গত, উচ্চপ্রাথমিকে ৪৮৯ জন এবং মাধ্যমিক-উচ্চমাধ্যমিক মিলিয়ে ৪৯০ জন জনের সারপ্লাস বদলির নির্দেশ জারি করা হয়েছিল। ইতিমধ্যেই ৬০৫ জনের বদলি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এই ৬০৫ জনের মধ্যে ‘মেডিক্যালি আনফিট’ বিভাগে বদলি করা হয় ১২০ জনকে। বাকি প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন- বাংলাকে অশান্ত করতে দেব না, বললেন অভিষেক