সংবাদদাতা, জঙ্গিপুর : জঙ্গিপুরবাসীর জাকির হোসেনের কাছে দীর্ঘদিনের দাবি ছিল সরকারি বাসডিপো। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই প্রস্তুতি সভায় এসেছিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। জাকির তাঁকে কাছে পেয়ে দাবি পেশ করলেন। সঙ্গে সঙ্গে দাবি মেনেও নিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সভায় ফিরহাদ বলেন, কথা দিলাম পুজোর আগে জঙ্গিপুরবাসী বাসডিপো পাবেন।
আরও পড়ুন-স্কুলের রাঁধুনি অঙ্ক দিদিমণি হয়ে চমকে দিলেন
এই কথা শুনে জেলা তৃণমূল নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকদের মধ্যে খুশির হাওয়া। সভায় ছিলেন খলিলুর রহমান, আসাদুজ্জামান, সুব্রত সাহা, জাকির হোসেন, ইমানি বিশ্বাস, মনিরুল ইসলাম, কানাইচন্দ্র মণ্ডল প্রমুখ। রঘুনাথগঞ্জ ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের বাস বিভিন্ন রুটে যাতায়াত করে। উমরপুরে জাতীয় সড়কের পাশে বাসস্ট্যান্ড থাকলেও সরকারি বাসের কোনও স্টপেজ নেই। তাই বাসিন্দারা জাতীয় সড়কের পাশে সরকারি বাসের ডিপো তৈরির দাবি তোলেন।