সংবাদদাতা, ডায়মন্ড হারবার: ফের মাঝ সমুদ্রে ট্রলার ডুবি। এখনও পর্যন্ত নিখোঁজ ৯ জন মৎসজীবী। ৮ মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটির নাম এফবি বাবা গোবিন্দ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে বাঘের চর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মাঝ সুমুদ্রে থাকা ট্রলারটি আচমকা টর্নেডোর কবলে পড়ে। তারপরই নিয়ন্ত্রন হারিয়ে ডুবে যায়। মৎসজীবীদের সংগঠন কাকদ্বীপ ফিশারমেন ওয়েলফেয়ার অ্যাসোশিয়েসন্স জানিয়েছে, শুক্রবার রাতে সমুদ্রে ঝড়ের মধ্যে পড়ে ট্রলারটি উলটে যায়। আশেপাশের ট্রলার থেকে মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পেয়ে ছুটে আসেন। তাঁরাই ৮ জনকে উদ্ধার করেন। তবে এখনও ৯ মৎস্যজীবী নিখোঁজ। উদ্ধারকারী মৎস্যজীবীদের অনুমান, বাকিরা ওই ট্রলারের কেবিনরুমে আটকে পড়েছেন। ঘটনার কিছুক্ষণ পর প্রশাসনের সহায়তায় ট্রলারটিকে তোলার চেষ্টা শুরু হয়েছে। পাঁচটি ট্রলার ডুবন্ত ট্রলারটিকে টেনে আনার চেষ্টা চালাচ্ছে। চারিদেকে মাছ ধরার জাল থাকার কারণে ট্রলারের ভিতরে তল্লাশি চালানো সম্ভব হচ্ছে না। দুর্ঘটনার খবর পেতেই ওই ট্রলারে থাকা মৎস্যজীবীদের পরিবারে দলে দলে সমুদ্রের পাড়ে এসে ভিড় জমিয়েছেন।