জোকা-বিবাদীবাগ মেট্রোরেল প্রকল্পের কাজে সবার আগে প্রাধান্য দিতে হবে পরিবেশ রক্ষার বিষয়টি। অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না, বুধবার সুপ্রিম কোর্টে (Supreme Court) জানাল বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। মেট্রোর নির্মাণকাজে সেন্ট্রালি এমপাওয়ার্ড কমিটির অনুমতি ছাড়া কোনও গাছ কাটা যাবে না, এমনকি কোনও গাছ স্থানান্তরও করা যাবে না বলে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন- বেঙ্গালুরুতে ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, মৃ.ত কমপক্ষে ৩
গত জুন মাসে জোকা-বিবাদীবাগ মেট্রোরেল প্রকল্পে গাছ কাটার বিরোধিতা করে দায়ের হওয়া মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মেট্রোরেল প্রকল্পে বহু বছরের পুরোনো গাছ কেটে ফেলা হচ্ছে। বিশেষত কলকাতার ময়দান এলাকায় গাছ কাটার ফলে গোটা শহরের অপূরনীয় ক্ষতি হচ্ছে বলে দাবি করে দায়ের হয়েছিল মামলা। ৭০০-র বেশি গাছ কাটা হয়েছে, যা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছিল একটি বেসরকারি সংগঠন। সেই সময় হাই কোর্ট তাদের পর্যবেক্ষণে জানায়, বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু জুন মাসে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলা খারিজ করে দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করেছিলো কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারই শুনানি হল আজ শীর্ষ আদালতের বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে পরিবেশ রক্ষার বিষয়টি খতিয়ে দেখবে সেন্ট্রালি এমপাওয়ার্ড কমিটি বা সিইসি। তাই গাছ কাটা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে এই কমিটির অনুমতি বাধ্যতামূলক।