বৃহস্পতিবার সাতসকালে ৪.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল দিল্লিতে (Delhi)। ভূমিকম্প অনুভূত হয়েছে গাজিয়াবাদ, গুরুগ্রাম, নয়ডাতেও। ভোরবেলা ভূমিকম্পের আতঙ্কে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৯:০৪ মিনিটে ৪.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হরিয়ানার ঝাঝড় এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
আরও পড়ুন-ট্র্যাকে খোলা স্লিপার, বড়সড় দুর্ঘটনা এড়াল লোকাল ট্রেন
যদিও এদিনের ভূমিকম্পে হতাহতের কোন খবর নেই। ভূমিকম্পের তীব্রতা সংক্ষিপ্ত ছিল, তবুও আতঙ্কেই বেশ কয়েকটি অংশের মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ”এদিনের ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪, তারিখ: ১০/০৭/২০২৫ ০৯:০৪:৫০ IST, অক্ষাংশ: ২৮.৬৩ উত্তর, দৈর্ঘ্য: ৭৬.৬৮ পূর্ব, গভীরতা: ১০ কিমি, অবস্থান: ঝাঝড়, হরিয়ানা।” ভূমিকম্প এতটাই জোরাল ছিল যে উৎসস্থল থেকে ৫১ কিলোমিটার দূরে দিল্লিতেও কম্পন অনুভূত হয়।