সংবাদদাতা, দুর্গাপুর : সাত দশক পরে দুর্গাপুর ব্যারাজের রাস্তার আমূল সংস্কার শুরু হতে চলেছে। এর জন্য বেশ কয়েক মাস রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। এর দন্য বিকল্প হিসাবে দামোদর নদীর ওপর অস্থায়ী বিকল্প রাস্তাও তৈরি হয়েছে। এই বিকল্প রাস্তা দিয়ে পরীক্ষামূলকভাবে ছোট যান চলাচল শুরু হল শুক্রবার। সব কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই ব্যারেজের রাস্তার সংস্কারকাজ শুরু হবে। সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, ব্যারাজের উপরের রাস্তার ৭ ইঞ্চি কংক্রিট ভেঙে ফেলে নতুন কংক্রিট করে তার উপরে ম্যাসটিকের রাস্তা তৈরি হবে। সমস্ত লোহার জয়েন্ট বদলে নতুন লাগানো হবে। ব্যারাজের রাস্তার এই সংস্কারকাজ চলবে দু’মাসের বেশি সময় এটা ধরে নিয়েই বড়জোড়ার দিক থেকে ব্যারাজের আগে পার্কের পাশ দিয়ে তৈরি হয়েছে বিকল্প রাস্তা।
নদীর উপর দিয়ে দুর্গাপুরের দিকে সেই রাস্তা সীতারামপুর মানা হয়ে মূল সড়কে উঠবে। নদীর উপর বালির বস্তা ও হিউম পাইপ ব্যবহার করে নদীর দুদিকের রাস্তা তৈরি করা হয়েছে। নদীর মাঝখানে রাখা হয়েছে কংক্রিটের ব্লক। নদীর উপরে বিকল্প রাস্তা ও ব্যারাজের রাস্তায় যাতে যানজট না হয়, তার জন্য পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হবে। নদীর দু’প্রান্তে তৈরি হয়েছে কন্ট্রোল রুম। একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। দামোদরের উপরে তৈরি এই বিকল্প রাস্তায় একমাত্র ছোট গাড়ি, মোটরবাইক, অটো ও টোটো চলাচল করবে। বাস-ট্রাক, দমকল ও অ্যাম্বুল্যান্স চলাচলের জন্য রাস্তা মেরামতির সময়ে ব্যারাজের উপরে একটি লেন খোলা থাকবে। পণ্যবাহী ট্রাক রানিগঞ্জ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেচ দফতর সুত্রে জানা গিয়েছে, দুদিনের মধ্যেই বিকল্প রাস্তা দিয়ে ছোট গাড়ির চলাচল শুরু হয়ে যাবে। বুধবার রাতে এই বিকল্প রাস্তা পরিদর্শন করে যান বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়-সহ সেচ ও পুলিশকর্তারা।