চলতি বছরেই জোকা-বিবাদী বাগ রুটে ট্রেন (train) চালাতে চায় মেট্রো রেল (metro railway) কর্তৃপক্ষ। সেই লক্ষ্যে অগাস্ট মাসের শেষের দিকে মূল ট্রায়াল রানের পরিকল্পনা করা হয়েছে। ট্রায়ালে মেট্রোর বাতিল হয়ে যাওয়া নন এসি রেকগুলিকে কাজে লাগানো হবে। তার প্রস্তুতিও প্রায় শেষ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইন পাতার কাজ শেষ হয়েছে আগেই।
আরও পড়ুন-অসহিষ্ণুতাকে কোনও সমর্থন নয়
কারশেডের কাজও শেষের পথে। ট্রায়ালের জন্য জোকায় আনা হয়েছে অবসর নেওয়া ২টি নন এসি রেক। ওই রেকগুলি দিয়েই চলতি মাসের শেষে জোকা-বিবাদীবাগ মেট্রোর ট্রায়াল রান শুরু হবে। পরীক্ষামূলক ট্রেন চালনো হবে জোকা থেকে তারাতলা, এই সাড়ে ৬ কিলোমিটার রাস্তায়।