আদিবাসী ছাত্রী খুন, রাজ্য মহিলা কমিশনের দুই সদস্য গেলেন তদন্তে

পাশাপাশি তদন্তের অগ্রগতি নিয়ে তদন্তকারী অফিসার ও থানার আইসি-র সঙ্গে কথা বলবেন। ময়নাতদন্তের রির্পোটও তাঁরা দেখবেন।

Must read

সংবাদদাতা, বর্ধমান : বর্ধমানের নান্দুড়ে আদিবাসী ছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনার পর ছয়দিন পার হয়ে গেলেও আজও অধরা আততায়ী। এই প্রেক্ষাপটে মঙ্গলবার মৃত ছাত্রীর বাড়িতে এলেন রাজ্য মহিলা কমিশনের দুই সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য মহিলা কমিশনের সদস্য মারিয়া ফার্নান্ডেজ ও চৈতালি লাহিড়ী। তাঁরা কথা বলেন মৃত ছাত্রীর মা ও বাবার সঙ্গে। একসঙ্গে তদন্তের অগ্রগতি নিয়ে তদন্তকারী অফিসার ও বর্ধমান থানার আইসির সঙ্গেও কথা বলেন তাঁরা।

আরও পড়ুন-গর্ভবতী হাতিমৃত্যুর জেরে বন দফতরের কিছু পদক্ষেপ

পরিবারের সঙ্গে কথা বলার পর রাজ্য মহিলা কমিশনের সদস্য মারিয়া ফার্নান্ডেজ জানান, সুয়োমুটো মামলা করেছি আমরা। পরিবারের সঙ্গে সমস্ত দিক নিয়েই কথা হয়েছে। পাশাপাশি তদন্তের অগ্রগতি নিয়ে তদন্তকারী অফিসার ও থানার আইসি-র সঙ্গে কথা বলবেন। ময়নাতদন্তের রির্পোটও তাঁরা দেখবেন। জানিয়েছেন, পুলিশ কাজ করছে। ইতিমধ্যেই তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে আততায়ীর খোঁজে ভিনরাজ্যেও পুলিশের টিম গিয়েছে। তদন্তের গতিপ্রকৃতি দেখে প্রয়োজনে এসপির সঙ্গে কথা বলবেন। নিহত ছাত্রীর বাবা সুকান্ত হাঁসদা জানান, পুলিশ ১০ দিনের সময় নিয়েছে। তাদের উপর ভরসা আছে। আশা করছি, দ্রুত অপরাধী ধরা পড়বে।

Latest article