মুখ্যমন্ত্রীর ঘোষণায় আনন্দে আদিবাসীরা

তবে দিন দিন তাদের জনসমর্থন কমছে বলে খবর এসেছে। একুশের সভায় প্রতিশ্রুতির পর আদিবাসীদের মন জয় করে নিয়েছেন মুখ্যমন্ত্রী

Must read

দেবর্ষি মজুমদার মহম্মদবাজার: ‘‘দিদি! আমাদের কথা রেখেছেন। একুশের মঞ্চ থেকে দিদি দেউচার কয়লা প্রকল্পে এক লক্ষ চাকরির কথা বলেছেন। যার মধ্যে পঞ্চাশ হাজার আদিবাসী। তাহলে যোগ্যতা অনুযায়ী কোনও আদিবাসী বেকার থাকবে না।” একুশের মঞ্চ থেকে ফিরে খুশি গোপন করতে না পেরে বললেন হরিণশিঙার শ্যামল মুর্মু ও দেউচার লক্ষ্মীরাম মুর্মুরা। শীঘ্রই মুখ্যমন্ত্রীকে মহকুমাভিত্তিক ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি নেবে জেলা নেতৃত্ব। শুক্রবার জন জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভার পক্ষ থেকে জনা দশেক সদস্য মহম্মদবাজার ব্লক অফিসে একটি স্মারকলিপি দেন। ২৫ জুলাই একইভাবে তাঁরা জেলাশাসকের দফতরে জমা দেবেন।

আরও পড়ুন-প্রশিক্ষণ দিয়ে আইটিতে কর্মী নিয়োগ রাজ্যের

এব্যাপারে আদিবাসী সেলের জেলা সভাপতি বুদ্ধদেব হাঁসদা বলেন, আদিবাসীরা খুবই খুশি। বিশেষ করে একুশের মঞ্চ থেকে দিদি এক লক্ষ চাকরির মধ্যে পঞ্চাশ হাজার আদিবাসীর যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ঘোষণা করেছেন। তাহলে জেলায় কোনও আদিবাসী বেকার থাকবে না। আদিবাসীদের সমর্থন ছিল বলেই সরকার কাজ শুরু করতে পেরেছে। সামান্য কয়েকজন যাঁরা বিরোধিতা করে স্মারকলিপি জমা দিচ্ছেন, আলোচনার মাধ্যমে তাঁরাও রাজি হবেন। বীরভূম জেলাশাসক বিধান রায় বলেন, দেওয়ানগঞ্জে বোরিং চলছে। সিউড়ি মহকুমা শাসক অনির্বাণ সরকার বলেন, কেন্দ্রগড়িয়ায় বোরিং চলছে। টেকনিশিয়ানরা বোরিং করে ম্যাপিং করছেন। বোরিংয়ের কাজ শেষ হলেই, খনির ম্যাপিং হবে।
তারপর খনন হবে।

আরও পড়ুন-সিবিএসইতে সেরা কলকাতার ২, মনোবিজ্ঞানী হতে চায় ওভিয়া

মহম্মদবাজার ব্লকের দেওয়ানগঞ্জ, হরিণশিঙা কোল ব্লকের কেন্দ্রগড়িয়া গ্রামের বাগান এলাকায় বোরিং করতে গিয়ে মাটির ১৬০ ফুট নিচেই মিলেছে কয়লার সন্ধান। পরের দিনই আরও একটু নিচেই মিলেছে চকচকে কয়লার সন্ধান। স্বভাবতই উল্লসিত প্রশাসন। মোট চোদ্দোটি বোরিং হবে কুড়ি বর্গমিটার জায়গা জুড়ে। ননস্টপ বোরিংয়ের কাজ চলছে। গণেশ কিস্কু, ময়নামতী সোরেনের নেতৃত্বে জীবন প্রকৃতি বাঁচাও মহাসভা এই জায়গা থেকে অনেকদূরে বারোমেসিয়ায় অনশন চালাচ্ছে। তবে দিন দিন তাদের জনসমর্থন কমছে বলে খবর এসেছে। একুশের সভায় প্রতিশ্রুতির পর আদিবাসীদের মন জয় করে নিয়েছেন মুখ্যমন্ত্রী।

Latest article