ভারতের সংবিধানের মুখ্য স্থাপক ছিলেন বি আর আম্বেদকর। এছাড়া তিনি ছিলেন একজন ভারতীয় জ্যুরিস্ট, রাজনৈতিক নেতা, বৌদ্ধ আন্দোলনকারী, দার্শনিক, চিন্তাবিদ, নৃতত্ত্ববিদ , ঐতিহাসিক, বাগ্মী, বিশিষ্ট লেখক, অর্থনীতিবিদ, পণ্ডিত, সম্পাদক, রাষ্ট্রবিপ্লবী ও বৌদ্ধ পুনর্জাগরণবাদী ।
আরও পড়ুন-বাংলাই রোল মডেল
১৯৪৮ সাল থেকে আম্বেদকর ডায়াবেটিস রোগে বেশ কাহিল হয়ে পড়েছিলেন। ১৯৫৪ সালে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত তিনি শয্যাশায়ী ছিলেন ও তাঁর দৃষ্টিশক্তি একপ্রকার ছিলই না। রাজনৈতিক কারণে তিনি বিরক্ত হয়ে উঠেন, যেটা তার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। ১৯৫৫ সালের পুরোটা জুড়ে তিনি প্রচন্ডভাবে কাজ করার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। টানা তিন দিন “বুদ্ধ ও তাঁর ধর্ম” বইটির সর্বশেষ পান্ডুলিপি তৈরির পর তিনি ৬ই ডিসেম্বর ১৯৫৬ সালে তাঁর নিজ বাড়ি দিল্লীতে ঘুমন্ত অবস্থায় প্রয়াত হন।