প্রদীপ কুমার ব্যানার্জি, পি কে ব্যানার্জি নামে বেশ জনপ্রিয় খেলোয়াড় ছিলেন । তিনি ছিলেন একজন স্বনামধন্য ভারতীয় ফুটবলার এবং প্রশিক্ষক। তিনি ৩৬ বার জাতীয় ম্যাচে ভারতের হয়ে খেলেছেন, এবং ৬ বার ভারতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করেছেন। জাতীয় স্তরে সর্বমোট ১৯ টি গোল করেছেন। তিনি প্রথমদিকের অর্জুন পুরস্কার পেয়েছিলেন। ১৯৯০সালে তিনি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন।
আরও পড়ুন-পি কে ব্যানার্জির প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রীর শোকবার্তা
২০২০ সালের ২০শে মার্চ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। হাসপাতালের তরফে জানানো হয়েছে, দুপুর ২.০৮ নাগাদ প্রয়াত হন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত প্রাক্তন ফুটবলার।এদিন তাঁর প্রয়াণ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে শোকপ্রকাশ করেছেন।