সংবাদদাতা, বর্ধমান : তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও কাটোয়া (Katwa) পুরসভার সহযোগিতায় দুদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শেষ হল কাটোয়ার সংহতি মঞ্চে। জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মণ্ডল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে ১৩ ও ১৪ এই দুদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কাটোয়া সংহতি মঞ্চে।
আরও পড়ুন-ক্রেতাসুরক্ষায় উপভোক্তা কার্যালয় ডায়মন্ড হারবারে
দুদিনে মানুষের ঢল চোখে পড়ার মতো। জানিয়েছেন, শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রথম দিন গানের মাধ্যমে প্রবাদপ্রতিম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোরকুমার ও সন্ধ্যা মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি জানাতে মঞ্চে গান পরিবেশন করেন অরুন্ধতী হোমচৌধুরি, গৌতম ঘোষ, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, সুজয় ভৌমিক, তৃষা পারুই, বিভবেন্দু ভট্টাচার্য, চন্দ্রিকা ভট্টাচার্য, অরিত্র দাশগুপ্ত ও শিবাজি চট্টোপাধ্যায় মতো নামী শিল্পীরা। দ্বিতীয় দিন শচীন দেব বর্মন, লতা মঙ্গেশকর, রাহুল দেব বর্মন ও শ্যামল মিত্রকে গানে শ্রদ্ধা জানান মনোময় ভট্টাচার্য, সুরজিৎ চট্টোপাধ্যায়, অমিতকুমার গাঙ্গুলি, শুভশ্রী দেবনাথ, অর্পিতা দে, মাধুরী দে, ঐতিহ্য রায়, জয় ভট্টাচার্য ও মন্ত্রী তথা শিল্পী ইন্দ্রনীল সেন প্রমুখ। দুদিনে একঝাঁক শিল্পীর গান শুনে খুশি সবাই। ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও শম্পা ধাড়া, কল্পেন্দু মুখোপাধ্যায়, মহকুমাশাসক অহিংসা জৈন, চেয়ারম্যান সমীরকুমার সাহা, শান্তনু কোনার, মাম্পি রুদ্র প্রমুখ।