সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলে ১০ নভেম্বর, ১৮৪৮। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের একজন স্বনামধন্য নেতা। ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল কনফারেন্সের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। দলটিকে নিয়ে যদিও তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। পরবর্তীকালে তাঁকে রাষ্ট্রগুরু সম্মানে ভূষিত করা হয়েছিল।
আরও পড়ুন-কলেজ জীবন থেকেই শুরু ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি
এদিন তাঁর জন্মদিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়াতে।