মহানায়িকাকে শ্রদ্ধাঞ্জলি

Must read

প্রতিবেদন : নেত্রীর সঙ্গে নিবিড় সম্পর্ক বালিগঞ্জের সেনবাড়ির। মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) শেষবেলার সঙ্গী ছিলেন তিনি। হাসপাতাল থেকে শেষকৃত্য, স্বজনের মতোই সামলেছেন সব। ফলে ৬ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কাছে বিশেষ একটি দিন। মহানায়িকার জন্মদিন। সমাজ মাধ্যমে বিশেষ বার্তায় এদিন সকালেই তিনি তাঁর শ্রদ্ধা জানান। মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) বুধবার ৯১তম জন্মদিন। ১৯৩১ সালের ৬ এপ্রিল বর্তমান বাংলাদেশের পাবনাতে তাঁর জন্ম হয়। পরবর্তীতে তাঁর কর্মক্ষেত্র ছড়িয়েছিল টলিউড থেকে বলিউড। একের পর এক সুপারহিট ফিল্ম উপহার দিয়েছিলেন মহানায়িকা। তাঁর মোহময়ী হাসি আজও বাঙালির হৃদয়কে স্পর্শ করে। যদিও পরবর্তীতে নিজেকে অন্তরালে রেখেছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। সেই মহানায়িকার জন্মদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল মহানগর। নবান্নে সমবায়মন্ত্রী অরূপ রায় মহানায়িকার প্রতিকৃতিতে মাল্যদান করেন।

আরও পড়ুন-বিক্ষোভের চাপে জরুরি অবস্থা প্রত্যাহার শ্রীলঙ্কায়

Latest article