দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর (lal bahadur shastri) জন্মবার্ষিকী। জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদিক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-বাংলার বিরুদ্ধে বঞ্চনা, অভিষেকের নেতৃত্বে রাজঘাটে তৃণমূলের সত্যাগ্রহ
এক্সে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজিকের (lal bahadur shastri) জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। তিনি একজন দুর্দান্ত রাষ্ট্রনায়ক ছিলেন। দ্বিতীয় ভারত-পাকিস্তান যুদ্ধ এবং শ্বেত ও সবুজ বিপ্লবের প্রচার-সহ চ্যালেঞ্জিং এক সময়ের মধ্য দিয়ে ভারতকে পরিচালনা করেছিলেন তিনি। তাঁর “জয় জওয়ান, জয় কিষান” ভারতীয় সেনা এবং কৃষকদের সম্মান করার কথা মনে করিয়ে দেয়। তার নীতির বাইরেও, তার নম্রতা, সততা এবং জাতির প্রতি নিঃস্বার্থ সেবা অনুপ্রেরণার একটি চিরন্তন উত্স হিসাবে কাজ করে চলেছে।”
I pay tribute to the former Prime Minister of India, Lal Bahadur Shastri ji, on his birth anniversary.
A remarkable statesman, he guided India through challenging periods, including the Second India-Pakistan war and the promotion of the White and Green Revolutions.
His iconic…
— Mamata Banerjee (@MamataOfficial) October 2, 2023
এক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন,”লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমি ভারতের অন্যতম বিশিষ্ট রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা জানাই। তিনি সত্য, নম্রতা এবং সততার আদর্শের একটি স্থায়ী প্রমাণ। ”
On the occasion of Lal Bahadur Shastri’s birth anniversary, I stand in reverence to one of India’s most illustrious statesmen.
His life is an enduring testament to the ideals of truth, humility & integrity.
May he continue to guide our actions in the service of India!
— Abhishek Banerjee (@abhishekaitc) October 2, 2023