ট্রিগার হ্যাপি ফোর্স নয় কনভয়ে চাই তল্লাশি

বাংলার বুকে কেন্দ্রীয় বাহিনীর তাণ্ডব চলবে না। রক্তাক্ত করা চলবে না তৃণমূলকে। স্বরাষ্ট্রমন্ত্রককে স্পষ্ট বার্তা দিল তৃণমূল কংগ্রেস।

Must read

প্রতিবেদন : বাংলার বুকে কেন্দ্রীয় বাহিনীর তাণ্ডব চলবে না। রক্তাক্ত করা চলবে না তৃণমূলকে। স্বরাষ্ট্রমন্ত্রককে স্পষ্ট বার্তা দিল তৃণমূল কংগ্রেস। ভগবানপুরে বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর গুলিতে তৃণমূল কংগ্রেস কর্মীর জখম হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে দলের পক্ষ থেকে। তৃণমূলের দাবি, কেন্দ্রীয় বাহিনীর যেসব কনভয় রাজ্যে প্রবেশ করে এবং বিভিন্ন জায়গায় যায়, সেখানে বিজ্ঞানভিত্তিকভাবে নাকা তল্লাশি চালাতে হবে।

আরও পড়ুন-আন্দামানে বর্ষা, বাংলায় কবে ঢুকছে মৌসুমী বায়ু?

তৃণমূল কংগ্রেসের দাবি, ভগবানপুর-২ ব্লকে বিজেপি বিধায়কের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর গুলিতে গুরুতর জখম স্থানীয় এক দক্ষ সংগঠক। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বিজেপি বিভিন্ন জায়গায় সন্ত্রাস তৈরি করছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাঁদের কনভয় ঘুরছে তাতে অস্ত্র, অবৈধ টাকা বিভিন্ন জায়গায় সমাজবিরোধীদের দেওয়া হচ্ছে কি না তার যথাযথ তদন্ত দরকার, তল্লাশি দরকার।

আরও পড়ুন-২০শে মে, ঐতিহাসিক পরিবর্তনের দিনটি স্মরণ করে টুইট মুখ্যমন্ত্রীর

যেসব বিজেপি নেতার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ঘোরে, সেই কনভয় তল্লাশি হোক বলে দাবি করেছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, যথাযথ তল্লাশি হলে অনেক কিছুই বেরিয়ে আসবে। তাঁর আরও অভিযোগ, বিজেপির মিছিল থেকে বোমা-গুলি ছোঁড়া হয়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাধা দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাল্টা গুলি চালায়। বিজেপি এই বিষয়টি নিয়ে মিথ্যাচার করে যাচ্ছে। আগে আমরা দেখেছিলাম বাম সরকারের ট্রিগার হ্যাপি পুলিশ। এখন দেখছি বিজেপির ট্রিগার হ্যাপি সেন্ট্রাল ফোর্স। যাদের বিজেপি দলীয় কাজে ব্যবহার করছে। বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে। শূন্যে গুলি কি উঠে গেল? কেন্দ্রীয় সরকারকে সতর্ক করে বলছি, বিজেপি নেতাদের সঙ্গে যদি বন্দুকবাজ দিয়ে দেন তারা যদি তৃণমূলের উপর গুলিবৃষ্টি শুরু করে সেটা ভাল কাজ নয়। সম্পূর্ণ তৈরি করা প্লট। ট্রিগার হ্যাপি সেন্ট্রাল ফোর্সের সন্ত্রাস বন্ধ হোক। সিপিএম আমলের পুরনো দিনের কুখ্যাত হার্মাদরা এখন বিজেপিতে নাম লিখিয়েছে। তারা সন্ত্রাস করছে। ট্রিগার হ্যাপি সেন্ট্রাল ফোর্স বাংলায় চলবে না।

Latest article