সংবাদদাতা, পাঁশকুড়া : ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের মুখে বড় সাফল্য তৃণমূলের (TMC)। সমবায় নির্বাচনে তৃণমূলের কাছে ধরাশায়ী বিজেপি। শুক্রবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার প্রতাপপুর- ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসন্তবাড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালনমণ্ডলীর নির্বাচনে সবুজ ঝড়। তৃণমূলের কাছে গো-হারা হারল বিজেপি। সমবায় সমিতির ৯টি আসনেই বিরোধীদের হোয়াইটওয়াশ করে জিতল তৃণমূল। তারা ৯টি আসনে প্রার্থী দিলেও বিজেপি ৭টির বেশি প্রার্থী খুঁজে পায়নি। ফলে দুটি আসন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নেয় তৃণমূল (TMC)। বাকি ৭টি আসনে শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ হতে দেখা যায় সাতটি আসনেই প্রায় ৭০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। শুক্রবার সকাল থেকে এই নির্বাচনকে কেন্দ্র করে সমবায় চত্বরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এই সমবায় সমিতির মোট ভোটার সংখ্যা ৩৭৫। যাদের মধ্যে ২২৫ জন সদস্য ভোট দেন। গত লোকসভা নির্বাচনে ওই বিধানসভায় বিজেপি তৃণমূলের থেকে এগিয়ে ছিল। তবে বিজেপি সম্পর্কে মানুষের মোহভঙ্গ হয়েছে। তাদের দিয়ে উন্নয়ন সম্ভব নয় বুঝতে পারছেন মানুষ। তাই ভুল বুঝতে পেরে ফের তৃণমূলকে দু’হাত ভরে ভোট দিয়েছেন মানুষ, এমনই মনে করছেম স্থানীয় তৃণমূল নেতৃত্ব। নির্বাচনের ফল প্রকাশ হতেই জয়ী প্রার্থীদের নিয়ে আবির খেলা এবং মিষ্টিমুখে মেতে ওঠেন তৃণমূল নেতা-কর্মীরা।এই জয় নিয়ে স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্যানেলকে ভোট দিয়েছে। এর থেকে প্রমাণিত হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির যেটুকু শক্তি ছিল তাও ক্ষয়ে যাচ্ছে। বিজেপি যতই আমাদের সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করুক না কেন মানুষ আমাদের পাশে রয়েছে।
আরও পড়ুন- বাল্যবিবাহ রুখতে বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ রাজ্যে