বিজেপি জোটের প্রধানের দুর্নীতি, নালিশ তৃণমূলের

ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের খাড়বাঁধি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সমর্থিত নির্দল প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের গোপীবল্লভপুর-২ ব্লকের খাড়বাঁধি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সমর্থিত নির্দল প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। খাড়বাঁধি গ্রাম পঞ্চায়েতের ১৩ নং অঞ্চলের পঞ্চায়েত ভোটে বিজেপির সমর্থনে নির্দল পঞ্চায়েত সদস্য হন সীতা সরেন। পরে তাঁকেই প্রধান হিসেবে দায়িত্বে বসায় বিজেপি। বিজেপি সমর্থিত সেই প্রধান সীতা সরেনের বিরুদ্ধে উঠেছে একাধিক দুর্নীতির অভিযোগ।

আরও পড়ুন-তীব্র গরমে এগোতে পারে স্কুলের সময়

কাটমানি চাওয়ার অভিযোগ তুলেছেন বিরোধী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য থেকে ঠিকাদারেরা। নিয়ম ভেঙে পঞ্চম ও পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। গোপীবল্লভপুর-২ ব্লক প্রশাসনের কাছে এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের তরফে। সমস্ত নথি ঝাড়গ্রাম জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলে দাবি বিরোধী তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের। বিরোধী তৃণমূল পঞ্চায়েত সদস্যরা ছাড়াও একাধিক ঠিকাদার প্রধানের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির লিখিত অভিযোগ জানিয়েছেন ঝাড়গ্রামের জেলাশাসক সুনীলকুমার আগরওয়ালের কাছে। জেলাশাসক বলেন, অভিযোগ পেয়েছি। অনেক সমস্যা রয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে।

Latest article