রাজ্যজুড়ে চলছে পঞ্চায়েত ভোটদান পর্ব। শনিবার সকালে মুর্শিদাবাদ, কেচবিহারের পর মালদহে মানিকচকে (Manikchak) খুন হন তৃণমূল কর্মী। মানিকচকে বালুটোলার আসিন তলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মীর ৷ তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি ও হামলা চালিয়েছে কংগ্রেস বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম শেখ মালেক (৪০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে মালদহের মানিকচকের (Manikchak) গোপালপুর গ্রাম পঞ্চায়েতের জিশারদ টোলা এলাকা। তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমাবাজি, গুলি চালায় কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বলে অভিযোগ। কংগ্রেসের হামলায় নিহত হয়েছেন তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি মহম্মদ নাসিরের কাকা শেখ মালেক। পায়ে গুলি লেগে আহত হয়েছেন নাসিরও। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন- ভোটদান বন্ধ থাকা দুই বুথে নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনী চেয়ে ভোট শুরু তৃণমূল নেতার