সংবাদদাতা হাওড়া : লিলুয়ায় ফের জমি দখলের চেষ্টা রুখলেন হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র। লিলুয়ার বেশকিছু এলাকায় সরকারি জমি ও নিকাশি নালা বুজিয়ে ফেলা হচ্ছিল। কিছুদিন আগেই যুব তৃণমূলের কর্মীরা ভূমি দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে ওই এলাকায় গিয়ে জমি দখলের চেষ্টা রুখেছিলেন। সরকারের তরফে ওখানে এই সংক্রান্ত নোটিশ বোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়। এরপর বেশ কিছুদিন চুপচাপ থাকলেও সম্প্রতি ওই এলাকায় সরকারি জমি দখলের চেষ্টা শুরু হয় বলে অভিযোগ।
আরও পড়ুন-শিশুদের পুষ্টি জোগাতে বালুরঘাট হাসপাতালে কিচেন গার্ডেন
সেখানকার নিকাশি নালাগুলিও গোবর ও আবর্জনা দিয়ে ভরাট করে দেওয়া হচ্ছিল। সেরকমই শুক্রবার দুটি গাড়িতে গোবর ও আবর্জনা নিয়ে এসে সেখানে ফেলার সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তা রুখে দেন যুব তৃণমূলের কর্মীরা। এই ব্যাপারে এলাকার বাসিন্দারা সম্মিলিতভাবে লিলুয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাস মিশ্র বলেন, ‘‘ওই এলাকায় আবর্জনা, গোবর প্রভৃতি ফেলে নিকাশি নালাগুলি বুজিয়ে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে জমিও দখল করা হচ্ছে। আমি জেলাশাসক ও নগরপালকে বিষয়টি জানিয়েছি। যারা এই কাজ করছে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলেছি। এদিন আমাদের কর্মীরা এরকমই দুটি গাড়িকে ওই এলাকায় হাতেনাতে ধরে ফেলে। আশা করছি প্রশাসন এই কাজ বন্ধের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’’ হাওড়ার জেলাশাসক পি দিপাপ প্রিয়া জানান, ‘‘অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’