হিন্দি রাষ্ট্র ভাষা নয়, রাজ্যপালকে ভ্রম সংশোধনের পরামর্শ তৃণমূলের

সিভি আনন্দ বোসের এই মন্তব্যের বিরোধিতা করে কুণাল ঘোষ বলেন, হিন্দি রাষ্ট্রভাষা নয়। ভারতের কোনও রাষ্ট্রভাষা নেই। উনি ভুল বলেছেন।

Must read

প্রতিবেদন : রাজ্যপাল (Governor) যে বিজেপি-র এজেন্ট হয়ে কাজ করেন তা প্রমাণ করে দিয়েছে রবিবার গীতা পাঠের মঞ্চে তাঁর উপস্থিতি। একই সঙ্গে এদিনের মঞ্চে এসে হিন্দি ভাষাকে রাষ্ট্র ভাষা হিসেবে মন্তব্য করেন তিনি। এর সঙ্গে মা ও ধাত্রী মায়ের তুলনাও করেছেন। এর তীব্র বিরোধিতা করেছেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। একই সঙ্গে রাজ্যপালের এই বিষয়ে বিবৃতি দিয়ে ভ্রম সংশোধন করা উচিত বলে মনে করেন তিনি।

আরও পড়ুন-এইমসে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার হালিশহরের অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেত্রী

সিভি আনন্দ বোসের এই মন্তব্যের বিরোধিতা করে কুণাল ঘোষ বলেন, হিন্দি রাষ্ট্রভাষা নয়। ভারতের কোনও রাষ্ট্রভাষা নেই। উনি ভুল বলেছেন। প্রকাশ্য বিবৃতি দিয়ে সেই ভুল সংশোধন করবেন, এটা আমরা আশা করি। ভাষাকে মা ও ধাত্রী মায়ের সঙ্গে তুলনা করে তিনি কাকে অপমান করলেন? সেই প্রশ্নও তুলেছেন তিনি।
রাজ্য সাধারণ সম্পাদকের সাফ বক্তব্য, রবিবার গীতাপাঠের আসরে বিজেপি নেতাদের সামনে রাজ্যপাল বলেছেন যে হিন্দি রাষ্ট্রভাষা। আমি তার তীব্র প্রতিবাদ করছি। মাননীয় রাজ্যপালের জানা উচিত, ভারতবর্ষে কোনও রাষ্ট্রভাষা নেই। সংবিধানের অষ্টম তফসিলে ২২টি ভাষা আছে, যাদের সমান সম্মান ও গুরুত্ব আছে। তার মধ্যে কোনওটা রাষ্ট্রভাষা নয়, সরকারের কাজ চালানোর ভাষা। তার মধ্যে হিন্দি আছে। দেবনাগরী অক্ষরে লেখা। কিন্তু তা কোনওভাবেই রাষ্ট্রভাষা নয়। বড়জোর কাজ চালাতে ব্যবহার হতে পারে। সে তো ইংরেজিও ব্যবহার হয়। কিন্তু হিন্দি ভারতবর্ষের রাষ্ট্রভাষা এটা কখনও বলা যাবে না। বাংলার রাজ্যপাল, প্রাক্তন আইএএস এত বড় একজন, তাঁর কাছ থেকে এই ভুল প্রত্যাশিত নয়। এ-নিয়ে একটা সংশয় তৈরি হতে পারে, কোনটা রাষ্ট্রভাষা আর কোনটা সরকারি কাজের জন্য স্বীকৃত ভাষা। আবার বলছি, ভারতের কোনও রাষ্ট্রভাষা নেই। এগুলো সবই কাজের ভাষা, স্বীকৃত ভাষা। সব ভাষার সমান মর্যাদা আছে। আমি আশা করি, উনি যে এত বড় ভুল বললেন, প্রকাশ্যে বিবৃতি দিয়ে এই ভুল সংশোধন করে নেবেন।

Latest article