পানাজি: গোয়া বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে প্রকাশিত হল তৃণমূল কংগ্রেস (GOA TMC) ও মহারাষ্ট্র গোমন্তক পার্টির যৌথ নির্বাচনী ইস্তেহার। ১০ দিগন্তের এই ইস্তাহারে দশটি মূল বিষয়কে সামনে রেখে গোয়াবাসীর সমর্থন চেয়েছে দুই দল। ইংরাজি, মারাঠি, কোঙ্কনি ও রোমান কোঙ্কনিতে শনিবার ইস্তাহার প্রকাশ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইজিনহো ফালেরিও। উপস্থিত ছিলেন গোয়ায় দলের ইনচার্জ সাংসদ মহুয়া মৈত্র, কো-ইনচার্জ সৌরভ চক্রবর্তী, রাজ্য সভাপতি সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যৌথ ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে ছিলেন জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির সর্বভারতীয় কার্যকরী সভাপতি প্রতাপ ও দুই দলের বহু কর্মী।
তৃণমূলের বক্তব্য, গোয়ার প্রধান সমস্যা বেকারত্ব। তাকে গুরুত্ব দিয়েই ভোটমুখী এই রাজ্যে ইস্তাহার তৈরি করা হয়েছে। দশ প্রতিশ্রুতি শীর্ষক ইস্তাহারে শুরুতেই বলা হয়েছে, ক্ষমতায় এলে প্রথম লক্ষ্য হবে কর্মসংস্থান তৈরি। আগামীদিনে গোয়ায় সরকারি ক্ষেত্রে ১০ হাজার চাকরি সহ ২ লক্ষ কর্মসংস্থান তৈরি হবে লক্ষ্য। গোয়ার মহিলাদের জন্য ৩৩% কর্মসংস্থানের কথা উল্লেখ করা হয়েছে ইস্তাহারে। ফালেরিও বলেন, তৃণমূল দলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শমত গোয়ায় (GOA TMC) জনমুখী উন্নয়নের পরিকল্পনা করা হবে।
আরও পড়ুন – দুয়ারে সরকারে এবার স্বাস্থ্য শিবির, উদ্যোগে রাজ্য সরকার
বিজেপি সরকার গোয়ার সার্বিক উন্নয়নে কখনোই গুরুত্ব দেয়নি। অথচ গোয়ার অর্থনীতির অনেকটাই নির্ভর করে পর্যটনের ওপর। নির্দিষ্ট পরিকল্পনার অভাবে গত কয়েক বছর পর্যটনক্ষেত্রে অবস্থা বেহাল। জীবন-জীবিকার সংকটে কাটাচ্ছেন বিপুল সংখ্যক মৎসজীবি। পরিকাঠামো ক্ষেত্রেও নজর দেওয়া হয়নি। পরিশ্রুত পানীয় জলের সমস্যা ব্যাপক। বেআইনি খাদান নিয়ে সীমাহীন দুর্নীতির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মহাদেই নদীর জল যাতে শুধু মাত্র গোয়ার জন্যই বরাদ্দ থাকে, ক্ষমতায় এলে তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। একইসঙ্গে গোয়ার হেরিটেজ বা ঐতিহ্য রক্ষায় নির্দিষ্ট পরিকল্পনা করে গুরুত্ব দেবে দল। এর পাশাপাশি বাংলার উন্নয়নের মডেলে গৃহলক্ষ্মী কার্ড, যুবশক্তি কার্ড, আমার ঘর আমার অধিকারের মতো জনমুখী প্রকল্পের কথা বলা হয়েছে যৌথ ইস্তাহারে।
আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় জোট শরিক মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির মতামতকে গুরুত্ব দিয়েই তৈরি হয়েছে গোয়ার নির্বাচনী ইস্তাহার।