সংবাদদাতা, ঝাড়গ্রাম : মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি অঞ্চলে আঁচল-এর লক্ষ্যে সভা ঝাড়গ্রামে। ২০২৬-এ বিধানসভা নির্বাচন। বছরখানেক সময় হাতে। এই সময়ের মধ্যেই এই নয়া কর্মসূচিগুলির মাধ্যমে রাজ্যের ‘লক্ষ্মী’দের আরও কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে তৃণমূল। এর জন্য মাঠে নামানো হবে তৃণমূল মহিলা বাহিনীকে। নতুন পাঁচটি কর্মসূচির অন্যতম হল— ‘অঞ্চলে আঁচল’, ‘তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা’। এর মধ্যে প্রথমটি শুরু হবে ১ এপ্রিল, মঙ্গলবার থেকে। যা চলবে ১৫ মে পর্যন্ত।
আরও পড়ুন-সুনীলকে এভাবে দলে ফিরিয়ে কোনও লাভ হবে না : স্টিমাচ
এই কর্মসূচির অধীনে দেড় মাস ধরে রাজ্যের ৩৪৫টি ব্লক এবং ১২৭টি পুর এলাকায় সভা করা হবে। কলকাতা পুরনিগম এলাকার মধ্যে ওয়ার্ডভিত্তিক সভা করা হবে। এর মধ্যে উত্তর কলকাতায় আটটি এবং দক্ষিণ কলকাতায় ১২টি সভা হবে। সোমবার সেই উপলক্ষে ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূলের এক বর্ধিত সভার আয়োজন করা হয় ঝাড়গ্রাম শহরের রূপছায়া এলাকায়। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের কার্যালয়ে। সোমবার ওই সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী-সহ অন্য মহিলা নেতৃত্ব। ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল সভানেত্রী বলেন, এই সভাগুলিতে মহিলারা একসঙ্গে ‘আঁচল পেতে’ বসবেন। তাঁদের সঙ্গে সরাসরি কথা বলবেন দলের নেত্রীরা। মহিলাদের সমস্ত অভাব, অভিযোগ, পরামর্শ সেই সভায় শোনা হবে। একইসঙ্গে নারীর ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্পগুলি সম্পর্কে এলাকার মহিলাদের অবগত করাও হবে।