বাঁকুড়ার সোনামুখী (Sonamukhi) ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। সোমবার রাতে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, বড়জোড়া ব্লকের পকন্না বাজার থেকে নিজের গ্রাম চকাই ফিরছিলেন আয়ুব খান। গ্রাম সংলগ্ন ডিভিসি ক্যানেলের ধারে পৌঁছনোর পরই দুষ্কৃতীরা তাঁর উপর এলোপাথাড়ি গুলি চালায়। পিঠ ও মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, অন্তত তিন রাউন্ড গুলি চালানো হয়।
আরও পড়ুন-প্রবল টানাপোড়েন, সুতোয় ঝুলে নিমিশার ভাগ্য
হঠাৎ এই হামলায় গ্রামজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।