সংবাদদাতা, বারাকপুর : ৫০ হাজারের বেশি ভোটে নৈহাটি থেকে জিতবে তৃণমূল কংগ্রেস। সোমবার বারাকপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিয়ে এমনই দাবি করলেন নৈহাটি বিধানসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সনৎ দে। তিনি বলেন, রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, ১৩ বছর ধরে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক উন্নয়ন ও তিন মাস ধরে বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের উন্নয়নকে পাথেয় করে নৈহাটির মানুষ উন্নয়নের পক্ষেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন।
আরও পড়ুন-বারাসতের কালীপুজোয় গাইড ম্যাপ প্রকাশ
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নৈহাটি বিধানসভা থেকে তৃণমূলের টিকিটে জয় পান পার্থ ভৌমিক। ২০২৪ সালে দল তাঁকে বারাকপুর লোকসভার প্রার্থী করে। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে হারিয়ে তিনি বারাকপুরের সাংসদ হন। ফলে নৈহাটি বিধানসভা আসনটি শূন্য হয়। এবারের উপনির্বাচনে দল নৈহাটি পুরসভার সিআইসি সনৎ দে-কে প্রার্থী করেছে। এদিন তিনি দলের জোড়াফুল প্রতীক নিয়ে মনোনয়ন জমা দেন। সঙ্গে ছিলেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক নির্মল ঘোষ, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, রফিকুল ইসলাম-সহ কয়েক হাজার তৃণমূল কর্মী। পার্থ ভৌমিক জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করেছেন তাঁকে জয়ী করবার জন্যই আমরা একযোগে ভোটযুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। এই ভোট উন্নয়নের পক্ষেই হবে। মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন। উত্তর ২৪ পরগনা জেলার দুটি আসন নৈহাটি ও হাড়োয়ার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা করেন সাংসদ পার্থ ভৌমিক।